আল আমিন ,ইসলাম রংপুরঃ- নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল, ঔষধ কোম্পানী ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ৬ জন কে আটক করেন। আজ ২৪শে আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে এর নেতৃত্বে এডিসি (ক্রাইম) উৎপল কুমার এর তত্ত্বাবধানে রংপুর মেট্রো পলিটন পুলিশ ও ডিবির যৌথ উদ্যেগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি অভিযান পরিচালিত হয়। উক্ত অভিজানে মোট ৬ জন আটক করা হয়। আটককৃত রা হলেন ১। রংপুর নগরীর ধাপ হাজিপাড়া, এলাকার হাসেম আলীর পুত্র আতাউর রহমান আতা (২৮) কে অপরাধ- চুক্তিভিত্তিক কর্মচারী হলেও দালালী কার্যকলাপে থাকার অভিযোগে ১মাসের জেল সহ ১০০/- টাকা জরিমানা। ২। নগরীর খটখটিয়া দোলাপাড়ার মহাসিন আলীর মেয়ে জেসমিন (৩৫) কে বহির্বিভাগে দালালী করার অপরাধে শাস্তি- ১৫ দিনের জেল। ৩। পীরগঞ্জ থানা এলাকার আজগর আলীর মেয়ে জেসমিন কে ঔষধ কোম্পানির লোক হিসেবে হাসপাতালে অবৈধভাবে চলাচলের কারনে১৫ দিনের জেল। ৪। গংগাচড়া থানা ধিন চেংমারীর নুর ইসলাম এর পূত্র শাকির হোসেন কে এনেক্স ডায়গনষ্টিক সেন্টারে কর্মরত থেকে অবৈধভাবে হাসপাতালে প্রবেশ করে রোগীদের সাথে প্রতারণা করার কারনে ৩ মাসের জেল। ৫। মিঠাপুকুর থানা ধিন পশ্চিম বড়বালা টারী এলাকার মোসলেম উদ্দিন এর পূর্ত্র হাফিজুর রহমান কে বীকন নামে ঔষধ কোম্পানীতে কর্মরত থেকে অবৈধভাবে হাসপাতালে ঘোরাফেরা শাস্তি- ৫,০০০/- টাকা জরিমান অনাদায়ে ১৫ দিনের জেল সে টাকা প্রদান করায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ৬। নীলফামারী জেলার দরবেশ পাড়া এলাকার মতিয়ার রহমান এর মেয়ে রুনা আক্তার (৩৫) কে ঔষধ কোম্পানীর লোক হিসেবে হাসপাতালে অবৈধভাবে চলাচলের কারনে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, মোট ৪ জন কে জেল এবং ২ জন কে জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনী ও কতৃপক্ষের এমন উদ্যোগ দেখে সাদুবাদ জানিয়েছেন সুশীল সমাজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক রংপুর মেডিকেল কলেজে অভিযান, আটক ৬ জন
Related Posts
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারন জনগন
এম.কে.জাকির হোসাইন বিপ্লবী,নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ একটি স্বাধীন দেশ। গণতন্ত্র হ্যালো বাংলাদেশের মূল মন্ত্র। গণতন্ত্রকে পূজা করেই হয় ক্ষমতার পালাবদল। কিন্তু হয়নি জাতির ভাগ্যের পরিবর্তন। ভিন্ন প্রজাতির এই বাংলাদেশে, রয়েছে ভিন্ন…
কাউনিয়া ২০০২ ব্যাচের বন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
মোঃ মোশারফ হোসেন,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পল্লী চিকিৎসক ডা: মমিনুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় ২০০২ ব্যাচের বন্ধুদের উদ্যোগে , দোয়া মাহফিল অনুষ্ঠিত…