চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের ৯০ ডিগ্রি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের বিআরটিএর পক্ষ থেকে প্রতিজনকে ৫ লাখ টাকা এবং আহতদের ২ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।
এছাড়াও মরদেহ পরিবহনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৯জনের মৃত্যু হয়েছে।এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সাজেক থানা থেকে মরদেহ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে নিহত নয়জনের ময়নাতদন্ত শেষে বাঘাইছড়ি পুলিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে আহির উদ্দিন এবং তার ছেলে সামিউলকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পি চাকমা।এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে সাজেক-উদয়পুর সড়কের নব্বই ডিগ্রি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা সাজেক-উদয়পুরের সীমান্ত সড়কের নির্মাণের কাজ করতে গাজীপুর থেকে দিঘিনালা হয়ে উদয়পুর যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকটি ছয়নাল ছড়ার পাহাড়ে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।দুর্ঘটনায় নিহতরা হলেন– কিশোরগঞ্জের মো. শাহ আলম (৩১), আব্দুল মোহন (১৬), কিশোরগঞ্জের বাবু (২০), এরশাদুল হক, গাজীপুরে সাগর (২২), অলিউল্লাহ (৩৫), কক্সবাজরের রামুর জসীম উদ্দিন (২৮) ও ময়মনসিংহের তপু হাসান (২৮)।জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ৬ শ্রমিকের মধ্যে দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
সাজেক থানার সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।