নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালী জেলার বড় চৌরাস্তা থেকে পাগলার মোড় পযর্ন্ত অটোবাইক,অটোরিকশায় স্টিকার লাগিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে একটি দুষ্টচক্র।গত ২৭/০৩/২০২৪ তারিখ জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন করেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন,জেলা রিকশা চালক ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম রাসেল ও জেলা অটো রিকশা ভ্যান শ্রমিক লীগের সভাপতি মোঃ ফারুক ফকির।আবেদনে তারা উল্লেখ করেন পটুয়াখালী জেলা অটো শ্রমিক লীগের সভাপতি মোঃ গণি হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন তালুকদার এর নেতৃত্বে পটুয়াখালী শহর ও শহরস্থ সকল অটোবাইক এবং অটোরিকশায় স্টিকার লাগিয়ে ড্রাইভারদের কাছ থেকে চাঁদা আদায় করছে আর তাদেরকে চাঁদা না দিলে ড্রাইভারদের মারধোর পর্যন্ত করে। ড্রাইভারগণ এরকম অসহিষ্ণু নৈরাজ্য ও ভোগান্তির স্বীকার হয়ে আমাদের কাছে এসে অভিযোগ করেন এবং আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জেলা পুলিশ সুপার বরাবর ড্রাইভারদের অভিযোগ লিখিত আকারে দাখিল করেছি।

অটোবাইক ও অটোরিকশা চালকগণ বলেন আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ গাড়ি চালিয়ে খাই ওরা আমাদের পেটে লাথি দিতে চায় আমরা গণি এবং শাহীনের অত্যাচারে অতিষ্ঠ। তারা আরও বলেন এই চাঁদাবাজি বন্ধ করা হোক এবং এদের সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযুক্ত মোঃ গণি হাওলাদার ও শাহীন তালুকদার এর কাছে এবিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে তারা বলেন এবিষয়ে এখন কিছু বলবো না তাদেরকে বারবার ফোন দেয়া হলেও ফোন রিসিভ করিনি।