নূর ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ কর্তৃক স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর আওতায় জেলা পর্যায় দক্ষতা উন্নয়ন ওরিয়েন্টেশন ও জেন্ডার সেন্সিটাইজেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল বলম এর সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের SEIP প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক (উপসচিব) মোঃ রুহুল আমিন।
সভায় এসইআইপি প্রকল্পের সোস্যাল মার্কেটিং কার্যক্রমের উদ্দেশ্য, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমুহের মধ্যে সহযোগিতামুলক সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা, প্রশিক্ষণ সুবিধাসমুহ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ সুবিধা পৌঁছে দিতে করণীয়, প্রশিক্ষণার্থদের সুবিধাদি ইত্যাদি বিষয়সহ সোস্যাল মার্কেটিং কার্যক্রমের সার্বিক দিক নিয়ে মুল বিষয়বস্তু উপস্থাপন করেন ভিসকম এর বিসিসি এক্সপার্ট এ কে এম মনজুরুল হক।
কর্মশালায় প্রধান অতিথি বলেন,এসইআইপি প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো: রুহুল আমিন বলেন-নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কর্মহীন যুবকসহ অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষ কর্মীতে রুপান্তরিত করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অব্যাহত অগ্রগতির ধারা আরো ত্বরান্বিত করা সম্ভব হবে। এজন্য সরকারের উদ্যোগে সারাদেশে কয়েক শত সরকারী ও বেসরকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সেক্টরের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি করতে দক্ষতা উন্নয়ন কার্যক্রম চলমান আছে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সুবিধাসমুহ দেশের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাঙ্খিত জনগোষ্ঠীকে দক্ষতা প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। ফলে সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়ন সহজতর হবে। তাই দক্ষতা প্রশিক্ষণের বার্তা উদ্দীষ্ট জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিতে তিনি সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, টিটিসি’র অধ্যক্ষ মোঃ মাঈনুদ্দিন, এসডিএ এর নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন প্রমুখ।