মোঃ নুর ইসলাম মৃধা, স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীতে বাংলাদশে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি পালিত হয়েছে।
রবিবার(৮ অক্টোবর) সকালে পটুয়াখালী সরকারি কলেজের মেইন ফটকের সামনে কলেজে কর্মরত প্রায় অর্ধ শতাধিক কর্মচারিদের অংশগ্রহণে ৩ দফা দাবিতে দিনব্যাপী এ কর্মবিরতি পালিত হয়।
সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর করা,চাকুরী রাজস্বখাতে স্থানান্তরের পূর্বে সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতাদি প্রদান ও বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মচারীদের ব্যতিরেখে নতুন নিয়োগ বন্ধসহ কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে তারা এ কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতিতে বেসরকারি কর্মচারীদের পক্ষে গণিত বিভাগে কর্মরত এমএলএস মোহাম্মদ শাহ আলম বলেন,”আমরা কোন সরকারি বেতন-ভাতা না পাওয়ায় সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে এবং পরিবার নিয়ে অসহায়ত্বের মধ্যে আছি।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অফিস সহায়ক আব্দুল গনি বলেন,”আমাদের দাবিগুলো মেনে না নিলে কঠোর থেকে কঠোরতর আন্দোলন করা হবে এবং আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।”
মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিতে সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে তাদের পরিবার নিয়ে সুন্দর জীবন-যাপন করতে পারবে বলেও মনে করেন কর্মবিরতি পালন করা কর্মচারীরা।