নুর ইসলাম,পটুয়খালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে যাত্রী পরিবহন বাস ও সিমেন্ট কোম্পানীর সিমেন্ট বোঝাই লড়ীর মুখোমুখী সংঘর্ষে অন্তঃত ১০ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্য আহত।
আহত সাংবাদিক সুশান্ত ঘোষ ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার জানান, কুয়াকাটায় ৯ ও ১০ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী বরিশাল সংবাদিক ইউনিয়নের দ্বি- বার্ষিক সধারন সভা শেষ করে আজ ১১ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা থেকে দুটি পরিবহন বাস ইয়াসিন ও মা পরিবহন বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথি মধ্যে সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের বহনকারী মা এন্টারপ্রাইজ ( বরিশাল মেট্রো- ব ১১-০০৯৭) বাসটি পটুয়াখালী জেলা শহরের বাঁধঘাটের অদূরে বল্লভপুর এলাকায় পৌছলে সেখানে বিপরীতগামী সিমেন্ট বোঝাই লড়ি ( ঢাকা মেট্রো-শ ১৩-১৪৯৮) নিয়ন্ত্রন হারিয়ে রং সাইডদিয়ে অতিক্রমকালে সংঘর্ষে মা পরিবহন বাসটি সড়কের পাশে গাছের সাথে সজোড়ে ধাক্কা লেগে সামনের অংশ মুচড়ে যায়। এতে দুই নারী সাংবাদিকসহ অন্তঃত ১০ জন সাংবাদিক আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটিদলসহ পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদেরকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হসপাতালে নিলে গুরুতর আহত উম্মে আরিফা ও ডেইলি স্টারের প্রতিনিধি সুশান্ত ঘোষকে এ্যাম্বুলেন্সে বরিশালে প্রেরন করা হয়। বাকি আহত চ্যানেল আই বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ ও তার স্ত্রী লুনা, বাস চালক মোজাম্মেলকে পটুয়খালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাসের চালক ঘটনার সময় বাসটিকে অনেকটা নিরাপদে রাখার কারনে বাসে থাকা ৪০ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যরা জীবনে রক্ষা পেয়েছে বলে সাংবাদিক মুফতী সালাউদ্দিন জানান।
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ১০ জন সাংবাদিক আহত
Related Posts
কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় গাংগাটিয়া নামক এলাকায় জমিদার নামে খ্যাত মানববাবুর ফিসারীতে সন্ত্রাসীদের হামলা।
মোঃ- মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গাংগাটিয়া জমিদার বাড়ির মানব বাবুর ফিসারীতে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল সন্ত্রাস বাহিনী। এতে বিক্রির জন্য প্রস্তুত রাখা প্রায়…
কাউনিয়ায় ট্রেন থেকে পড়ে যুবক গুরুতর আহত
মোঃ মোশারফ হোসেন,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় মঙ্গলবার চলন্ত ট্রেন থেকে পড়ে মোঃ মান্না মিয়া (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবক কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে…