এ এম রিয়াজ কামাল হিরণ -চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া ৩ বছরের সাজা স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার (২৯ আগস্ট) নতুন এ রায় দেওয়া হয়।
রায় ঘোষণার পর তাৎক্ষণিক বিবৃতিতে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ বলেছেন, ইমরান খানের প্রতি প্রভাবিত হয়েছেন ইসলামবাদের উচ্চ আদালত। রায় ঘোষণার আগেই কী হতে যাচ্ছে, তা যদি সবাই জানে তাহলে এটি বিচার ব্যবস্থার জন্য উদ্বেগজনক।
এদিকে তোশাখানা মামলায় জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশও দিলেও এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খান।
গত বছরের এপ্রিল মাসে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়ার পর ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শতাধিক মামলা দায়ের করা হয়। আর তোশাখানা মামলায় তার কারাগারে যাওয়ার পর কয়েকটি জামিন বাতিল করা হয়েছে। তিনি বর্তমানে অটোক নগরীকে বন্দী রয়েছেন।