মোঃ সৌরভ শেখ, বিশেষ প্রতিনিধিঃ
পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়ন এর পাছ পুংগলী গ্রামের,পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন মৃত আব্দুল কুদ্দুস মন্ডল এবং মাতা মোছাঃ চায়না বেগমের কৃতি দুই সন্তানের মধ্যে ছোট ছেলে প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির।
জেনারেল ম্যানেজার (জি.এম) কার সিলেকশন গুলশান, বারিধারা,ঢাকা এবং বড় ছেলে একজন মানবিক পুলিশ মোঃ আকরাম হোসেন স্বপন কনস্টেবল বাংলাদেশ পুলিশ। এই মানবিক পুলিশ তিনি তার নিজ এলাকায় মানব সেবার এগিয়ে আসছেন নিজ উদ্যোগে এলাকার এতিমদের কে তিনি খাদ্য-খাবার, পোশাক-আশাক ,বই-পুস্তকের ব্যবস্থা করে দেন। পাশা-পাশি এলাকার বিভিন্ন উন্নয়নে তিনি নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তিনি মিলাদ-মাহফিলের আয়োজক হিসাবে কাজ করে যাচ্ছেন।
দিঘলীয়া মুহাম্মাদিয়া নুরানী তা’লীমুল কুরআন ও হাফিজিয়া মাদ্রাসার প্রায় ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ, আমপাড়া, আতর, টুপি, হেজাব বিতরণ করেন। উল্লেখ্য, মানবিক পুলিশ মো. আকরাম হোসেন ও তার ভাই হুমায়ুন কবির দীর্ঘদিন যাবৎ আর্তমানবতার উন্নয়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত শ্রেণীর মানুষের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তার এলাকার লোকজন তাকে সবাই মানবিক পুলিশ বলে চেনে ও জানে।
তিনি দরিদ্র, হতদরিদ্র, অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ও তার এলাকার এতিমদের কে দান ও অনুদানের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানা যায়।তার এসকল মহৎ কাজের জন্য তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর কাছ থেকে আর্থিক পুরস্কার পান।