নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃচট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাটে আপন ভাগিনার বিরুদ্ধে পারিবারিক কলহে খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার দুপুরে উপজেলার হিঙ্গুুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেনু সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতের নাম রোজিনা আক্তার (২৫)। তিনি ওই বাড়ির কেনু মিয়ার মেয়ে। স্বামীর সাথে ডিভোর্সের পর তিনি বাবার বাড়িতে থাকতেন।পুলিশ রোজিনার ঘর থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে এবং লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠিয়েছেন।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে বুধবার দুপুরে রোজিনার সাথে তার বড় বোনের ছেলে তারিকুল ইসলামের পারিবারিক কলহে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে তারিকুল ছুরি দিয়ে রোজিনাকে আঘাত করলে তার মৃত্যু হয়।ঘটনা ধামাচাপা দিতে তড়িঘড়ি করে পরিবার লাশ দাফন করতে চেষ্টা করে। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহালে মনে হচ্ছে এটি খুন। ঘটনার পর তারিকুল পলাতক রয়েছে।রোজিনার ঘর থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।তবে রোজিনার মা পরানধন হত্যার বিষয়টি অস্বীকার করে দাবি করেন, বুধবার দুপুরে রোজিনা অসর্তকতা বশত একটি বটির উপর পড়ে মারা গিয়েছে। লাশ দাফনের আগে পুলিশ এসে বাধা দেয়।
পারিবারিক কলহে খালাকে কুপিয়ে হত্যা
Related Posts
সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মোঃ আজগার আলী, নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ পড়ুয়া ছাত্র মোঃ আল আমিন সরদার (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার ২৬ জানুয়ারি দিবাগত গভীর…
সিরাজগঞ্জ শাহজাদপুরে বড় ভাই ও ভাবীকে দায়ী করে ব্যবসায়ীর আত্মহত্যা
মোঃ সাদেকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: চিরকুটে বড়ভাই ও ভাবীকে নিজের মৃত্যুর জন্য দায়ী করে নিজ দোকানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন প্রদীপ কুমাব দেব (৪৫) নামের একজন ব্যবসায়ী। মঙ্গলবার…