চিরন বিকাশ দেওয়ান,রাঙ্গামাটি প্রতিনিধিঃসাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রকে জনপ্রশাসন মন্ত্রালয়ের সিনিয়র সচিব কানিজ ফাতেমার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।আদেশে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ধারা-৬ (২) অনুযায়ী বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সরকারের সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।সুপ্রদীপ চাকমা খাড়াছড়ি পার্বত্য জেলার সন্তান। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা। সুপ্রদীপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। চাকুরিকালে মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি রাবাত, ব্রাসেলস, আঙ্কারা ও কলম্বোতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।উল্লেখ্য, এর আগে ২ বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিখিল কুমার চাকমা দায়িত্বে ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন সুপ্রদীপ চাকমা
Related Posts
শোক সংবাদঃ
আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, জাতীয় মানব সেবা সংস্থার কেন্দ্রীয় উপদেষ্টা ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা এবং বর্তমান কেন্দ্রীয় সভাপতি প্রবীন সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন স্যার একটু আগে মুগদা…
স্বাধীন গণমাধ্যমের অন্তরায় কালা কানুন বাতিল করতে হবে-মুহাম্মদ আতা উল্লাহ খান
তন্ময় কুমার তনু, স্টাফ রিপোর্টার: সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের অন্তরায় যাবতীয় কালা কানুন বাতিল করার আহবান জানিয়েছেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, নজরুল গবেষক রাষ্ট্রচিন্তক,…