পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
‘ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই’- এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকত, একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া সহ প্রান্তিক কৃষক-কৃষাণী।এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে বড় পানসিয়া রাজস্ব কৃষকদল সাংগঠনিক দিক থেকে ইঁদুর নিধনে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন সাতদরগা সমন্বিত পুষ্টি উৎপাদন কৃষকদল। তিনি আরও জানান, এই অঞ্চলে কিছু দক্ষ কৃষক রয়েছে তাদের প্রচেষ্টায় গত বছরে বাঁশের চোঙ্গার মাধ্যমে দুই লক্ষ ৪৮ হাজার ইঁদুর নিধন করা হয়েছে। এ ধারা অব্যাহত রয়েছে।