মোঃহাবিবুর রহমান হাবিব,(রংপুর) পীরগাছা প্রতিনিধি– রংপুর জেলার বাংলাদেশ কংগ্রেসের সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও পীরগাছা-কাউনিয়া আসনের মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম পাটোয়ারী বলেছেন, করোনাকালীন সময়ে আমি গরীব মানুষের পক্ষে কথা বলতে গিয়ে জেল খেটেছি। গরীবের পক্ষে কথা বলার কারণে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে। গতকাল রোববার (৮ অক্টোবর) রাতে উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর কেরামতিয়া দ্বি_মুখী উচ্চ বিদ্যালয় হলরুমে পারুল ইউনিয়ন কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি অন্যায় ও মিথ্যা মামলায় ৮২দিন হাজত বাস করেছি।
তখন থেকেই আমি প্রতিজ্ঞা করেছি যে গরীবের জন্য আমাকে ৮২দিন হাজত বাস খাটতে হলো। আমি এখান থেকে বেরিয়ে গরীবের দ্বারে দ্বারে পৌঁছাবো। কংগ্রেস নেতা আব্দুল সালামের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন লালমনিরহাট জেলা কংগ্রেসের সভাপতি দেলাব্বর হোসেন, রংপুর জেলা কংগ্রেসের যুগ্ম আহবায়ক আবু রায়হান, রংপুর মহানগর কংগ্রেসের মহিলা সম্পাদক সানজিদা বেগম, মিঠাপুকুর উপজেলা কংগ্রেসের সভাপতি মাহাবুর রহমান, কাউনিয়া উপজেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হযরত আলী, পীরগাছা উপজেলা কংগ্রেসের সভাপতি শাহাদত হোসেন, সহসভাপতি উজ্জ্বল চন্দ্র সরকার, ওয়ার্ড কংগ্রেসের সাধারণ সম্পাদক শবনব বেগম ও কংগ্রেস নেতা শহিদুল ইসলাম। পরে সুলতান মিয়াকে আহবায়ক ও আব্দুল খালেক মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পারুল ইউনিয়ন কমিটি গঠন করা হয়।