পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় আগামী ৭২ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক ও বাজার সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ফারদিন এহসান মাহিম।মঙ্গলবার বিকেলে ছাত্রদের উপর গুলিবর্ষণ ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা যখন দেশে শাটডাউন দিয়েছিল সে সময় জরুরি সেবা ওষধের দোকান খোলা ছিল কিন্তু দেশ স্বাধীনের পর এই প্রথম পীরগাছায় জনদুর্ভোগ সৃষ্টি করে হরতালের ডাক দিয়েছিল তিনি।যারা দোকান খুলতে বাজারে এসেছিল তাদের উপর অত্যাচার করেছে তার লোকজন। তাদেরকে জোরপূর্বক দোকান বন্ধ করতে বাধ্য করা হয়েছে। এরকম স্পর্ধা দেখাবেন না এর ফলাফল ভাল হবে না। যদি ছাত্রদের উপর কোন হুমকি হয় একটা করে প্রমাণ রাখবেন। আমরা তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব।
আমরা আজও দেখছি বুড়িমারী এক্সপ্রেস পীরগাছায় স্টপিজ দেয় নাই। সরকারি ভাবে কোন প্রজ্ঞাপন জারি হয় নাই। মন্ত্রণালয় থেকে কোন ব্যবস্থা করা হয় নাই। আমরা যখন ছাত্র সমাজ জেগেছি তখন আমরা এটাও ব্যবস্থা নেব। আমরা একটা একটা করে পরিস্থি সামাল দেব। এসব পরিস্থিতি সামাল দিতে কোন টাকা পয়সা লাগে না। কোন ক্ষমতা লাগে না। ছাত্র সমাজ এর প্রমাণ দিয়েছে।গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের উপর গুলিবর্ষণের কথা উল্লেখ করে বলেন, সেদিন ছাত্রদের উপর আ.লীগের লোক কোন আক্রমণ চালায় নাই অথচ বিএনপির লোক হয়ে আমিনুল ইসলাম রাঙ্গা কিভাবে আমাদের উপর আক্রমণ চালাল। এই জবাব তাকে দিতে হবে। তিনি কিভাবে পারলেন ছাত্রদের নামে মিথ্যা মামলা দিতে।
এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সমন্বয়ক উপস্থিত ছিলেন। তারা আমিনুল ইসলাম রাঙ্গাকে পীরগাছা উপজেলা বিএনপির আহবায়ক পদ থেকে পদত্যাগ ও বাজার সমিতির সভাপতি পদ থেকেও পদত্যাগ দাবি করেন।