নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ মিরসরাইয়ে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় মো: সোহেল রানা (২১) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২০ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হবে। এর আগে শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। সোহেল খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানা এলাকায় মহাসড়কের ঢাকামুখী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই বাসে যাত্রীবেশে বসে থাকা সোহেল দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে পাঁচ শ’ পিস ইয়াবা জব্দ করে। তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা হয়েছে।
পুলিশ দেখে দৌড়, পালানোর সময় মাদককারবারি গ্রেফতার
Related Posts
সৌখিন দৌড়বিদদের সংগঠন ‘টিম ধানমন্ডি’র ফ্রেন্ডশিপ রান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম বড় সৌখিন ও অপেশাদার দৌড়বিদদের সংগঠন টিম ধানমন্ডি ৭ ডিসেম্বর ২০২৪ “ধানমন্ডি ফ্রেন্ডশিপ টেন কে ২০২৪” শিরোনামে ফ্রেন্ডশিপ রান আয়োজন করে। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ১০…
অভয়নগর উপজেলার গণধিকার পরিষদের যুব অধিকার পরিষদের কমিটি গঠন হয়।
বি এম শামসুর রহমান (জসিম),বিশেষ প্রতিনিধিঃ “বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার” আওতাধীন অভয়নগর উপজেলার কমিটির হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন যশোর জেলার ও অভয়নগর উপজেলার নেতা ও নেতৃবৃন্দ।যুব অধিকার…