নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ মিরসরাইয়ে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় মো: সোহেল রানা (২১) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২০ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হবে। এর আগে শনিবার রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। সোহেল খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কবির হোসেন বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানা এলাকায় মহাসড়কের ঢাকামুখী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই বাসে যাত্রীবেশে বসে থাকা সোহেল দৌড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এসময় তার প্যান্টের পকেট থেকে পাঁচ শ’ পিস ইয়াবা জব্দ করে। তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা হয়েছে।
পুলিশ দেখে দৌড়, পালানোর সময় মাদককারবারি গ্রেফতার
Related Posts
কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে ইজিবাইক মালিক সমিতি ও প্রাইভেট হাসপতাল-ক্লিনিক মালিক সমিতির সাথে পুলিশ সুপার এর মতবিনিময়।
মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আজ ১১ সেপ্টম্বর ২০২৪ খ্রি: কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে ইজিবাইক মালিক সমিতি ও প্রাইভেট হাসপতাল-ক্লিনিক মালিক সমিতির সাথে পুলিশ সুপার, কিশোরগঞ্জ জনাব মোহাম্মদ…
কাউনিয়ায় ফলের দাম বৃদ্ধি ক্রেতা কম বিপাকে ব্যাবসায়ী
মোঃ মোশারফ হোসেন,কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে কাউনিয়া বাসস্ট্যান্ডের টেপামধুপুর রোডে পড়ন্ত বিকেলে নানান রকমের ফলের পসড়া সাজিয়ে বসে আছেন ফল ব্যবসায়ি আব্দুল কাদের। তরতাজা বিভিন্ন ফলে পরিপূর্ণ দোকানে…