মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
অদ্য ২৮/৪/২৪ ইং রোজ রবিবার কিশোরগঞ্জ জেলা সদরে গৌরাঙ্গ বাজার নামক স্হানে হামদর্দ ল্যাবরোটরীজ (ওয়াকর্ফ) লিঃমিঃ এর উদ্যোগে প্রায় ১০০০ পথযাত্রীদের মাঝে এই শরবত সেবা প্রদান করে যাচ্ছে কোম্পানিটি প্রায় প্রতিদিন । উক্ত কর্মসূচীটি বাস্তবায়ন করার লক্ষ্যে, হামদর্দ কোম্পানির সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ মহসিন পালোয়ান,এরিয়া মেনেজার মোঃ আতাউল্লাহ্ আল মাহমুদ, ব্রাঞ্চ মেনেজার মোঃ নজরুল ইসলাম আকন্দ, মেডিক্যাল অফিসার এ.কে.এম. রকিবুল হক,সহঃ মেডিক্যাল অফিসার হাকিম নাসরিন আক্তার জাহান,মেডিক্যাল প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান, ইয়াসিন আলী,আলমগীর হোসেন সহ অন্যআন্য কর্মকর্তাবৃন্দ। পথযাত্রীদের সাথে কথা বলে জানতে পারলাম আমি এই গরমে মানুষ যখন অতিষ্ঠ ঠিক ঐ মুহূর্তে এই ধরনের একটি মানব কল্যান মুলক উদ্যোগ বা সেবা পেয়ে কিছুটা হলেও জনমনে প্রশান্তি ফিরে পেয়েছে। এই শরবতটি বিনামূল্যে প্রদান করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে নিজ উদ্দোগে, উনারা আরও জানান এই শরবতটুকু তৈরি করতে প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় দুই হাজার থেকে তিন হাজার টাকায়। শরবতে থাকছে রুহ-আফজা ,তোকমা.সাদা চিনি.লেবু. বরফ. ইসবগুল ভুষি ইত্যাদি উপকরন।