মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাতক্ষীরা আদালতে দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ২৫শে জুলাই ২৩ ইং মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর ইকবাল হোসেন তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে দীর্ঘ শুনানি শেষে বিচারক জিয়ারুল ইসলাম দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ। অন্যদিকে, আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো ও অ্যাডভোকেট এসএম আকবর আলী। সাতক্ষীরা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান, আসামি চাঁদ পূর্বে গ্রেপ্তার থাকায় ২৩শে জুলাই তাকে শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। আজ আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। প্রসঙ্গত, গত ১৯শে মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় ২৫শে মে সাতক্ষীরা আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো।