মোঃ জাকির হোসেন,বরিশাল জেলা প্রতিনিধিঃবাকেরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী আশ্রয়ন কেন্দ্রে চলছে ছাগল পালন পানিতে ভেসে যাচ্ছে বালু নেই কোন তদারকি।এলাকাবাসীর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বাথরুমের টাংকি ভরে আছে বালুতে প্রতিটি ঘরের নিচের অংশে ফাটল ঘরের দরজা জানালা ভাঙ্গা অবাধে চলছে মাদক সেবন।এ বিষয়ে জাতীয় মানব সেবা সংস্থা কয়েকবার প্রতিবাদ জানালেও কোন ব্যবস্থা হয়নি।এই রাজ্যের রাজ ভান্ডারের চাবিকাঠি এনামুল নাজির নির্মাণ সামগ্রী নির্মাণের ক্রয় করেছেন এনামুল নাজির প্রধানমন্ত্রী আশ্রয়নের এনামুল নাজিরের নির্দেশে চলছে হরিলুট খোয়া বালু ইট নিয়ে যাচ্ছে আশে পাশের লোক জন এ রাজ্যের রাজা এনামুল নিজে গড়ে তুলেছেন রাজপ্রসাদ।