মোঃ আব্দুল খালেক মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ফুলছড়ি উপজেলা বিএনপি`র সভাপতি মো. হাবিবুর রহমান হবি মারা গেছেন । রোববার গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম সরকার ও ফুলছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।সোমবার বাদ যোহর গাইবান্ধা পুলবন্দী ঈদগাহ মাঠ প্রাঙ্গনে তার জানাজা নামাজ অনুষ্ঠিত ও গাইবান্ধা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।তিনি ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে চরে স্থায়ী বাসিন্দা এবং ব্যবসায়িক ক্ষেত্রে গাইবান্ধা জেলার পূর্বপুলবন্দী গ্রামে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।