মোঃ উজ্জল হোসেন, ধামাইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বিকন্দখাস বাজার হতে বিকন্দখাস সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মনিপুর গ্রাম সড়ক ভায়া বিকন্দখাস জিপিএস সড়কে ১১০০ মিটার রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ৩১ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় জন গুরুত্বপূর্ণ এই গ্রামীন রাস্তাটির উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ধামইরহাটের পৌরসভার মেয়র মো. আমিনুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুইসার রহমান, সাধারণ সম্পাদক ও জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ইসবপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুইছার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে করেন নওগাঁ-২ আসনের এম.পি মো. শহীদুজ্জামান সরকার বলেন, ‘এদেশের সকল উন্নয়নের দাবিদার একমাত্র আওয়ামী লীগ সরকার।’