সবুজ শিকদার,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেন সাংবাদিকদের মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাশকের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠিত হয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সাবেক সভাপতি মো. শাহ আলম টুকু, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সহসভাপতি ইসরাত জাহান, সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন, সাংবাদিক শওকত আলী বাবু, মো. কামরুজ্জামান, এস এম শামসুর রহমান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. ইয়ামিন আলী প্রমুখ। মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে গনমাধ্যমের কর্মীরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকেন। বাগেরহাটে তার দায়িত্ পালনকালে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বাগেরহাটের নানা সমস্য ও সম্ভাবনার কথা তুলে ধরে জেলা প্রশাসককে সার্বিক সহযোগীর আশ্বাস প্রদান করেন।
বাগেরহাটে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
Related Posts
সৌখিন দৌড়বিদদের সংগঠন ‘টিম ধানমন্ডি’র ফ্রেন্ডশিপ রান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম বড় সৌখিন ও অপেশাদার দৌড়বিদদের সংগঠন টিম ধানমন্ডি ৭ ডিসেম্বর ২০২৪ “ধানমন্ডি ফ্রেন্ডশিপ টেন কে ২০২৪” শিরোনামে ফ্রেন্ডশিপ রান আয়োজন করে। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ১০…
অভয়নগর উপজেলার গণধিকার পরিষদের যুব অধিকার পরিষদের কমিটি গঠন হয়।
বি এম শামসুর রহমান (জসিম),বিশেষ প্রতিনিধিঃ “বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার” আওতাধীন অভয়নগর উপজেলার কমিটির হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন যশোর জেলার ও অভয়নগর উপজেলার নেতা ও নেতৃবৃন্দ।যুব অধিকার…