এস এম মাসুম,নিজস্ব প্রতিবেদকঃ
বাগেরহাটের সদর থানাধীন কোর্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোঃ আউয়াল মল্লিক নামে ৭০ বছর বয়স্ক এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (৩১ মার্চ) বিকাল ৫:৩০ টার দিকে কোর্ট এরিয়ায় বাগেরহাট-খুলনা মহাসড়কের ওভার ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। বৃদ্ধ আউয়াল মল্লিক সিনিয়র এ্যাডভোকেট জনাব তৈয়বুর রহমানের মোহরার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শি এক ব্যক্তি দৈনিক সংবাদ চিত্রকে বলেন, বেলা সাড়ে পাঁচটার দিকে নিহত আউয়াল মল্লিক মোবাইল ফোনে কথা বলতে বলতে ওভার ব্রিজ ব্যবহার না করে পায়ে হেটে পুরাতন কাপড়ের মার্কেট প্রান্ত থেকে কোর্ট প্রান্তে রাস্তা হচ্ছিলেন। তখন, পূর্বদিক থেকে উচ্চ গতিতে ছুটে আসা একটি মটর সাইকেল বৃদ্ধ আউয়াল মল্লিককে সজোরে ধাক্কা দিয়ে সেটিও দুর্ঘটনায় পতিত হয়। আউয়াল মল্লিক মোটর সাইকেলের ধাক্কায় রাস্তার উপরে পড়ে যান এবং তার মাথায় গুরুতর আঘাত লেগে মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। তখন, আশ-পাশের লোকজনেরা দৌড়ে এসে আহত বৃদ্ধকে রাস্তা থেকে উঠিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। অবশেষে, লাশের ময়না তদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষ বৃদ্ধের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করলে আজ বিকাল ৩:৪৫ টায় তাকে জানাজার উদ্দেশ্যে কোর্ট চত্বরে আনা হয়। বাগেরহাট কোর্ট মসজিদের ইমামের নেতৃত্বে নিহত আউয়াল মল্লিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় মোহরার সমিতির সভাপতি, সদস্য, আইনজীবীবৃন্দ, সরকারি কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। অপরদিকে, পুলিশ দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করে বাগেরহাট মডেল থানায় নিয়ে যায় এবং আহত চালককে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থাও আশংকাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যূ
Related Posts
কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন।
মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু),সিনিয়র স্টাফ রিপোর্টারঃ অদ্য ৮ই সেপ্টেম্বর, রবিবার ভৈরব রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টার দিকে ভৈরব রেলওয়ে সেতুর নিচে অজ্ঞাত…
গাইবান্ধা পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুইযাত্রী নিহত হয়েছেন।বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…