এ এম রিয়াজ কামাল হিরণ চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট সিটি করপোরেশনের কাঁচা বাজারের প্রবেশমুখে গাড়ির পার্কিং স্পেস দখল করে বসিয়েছে দোকান। গাড়ির পার্কং দখল করে জমজমাট ব্যবসা করে যাচ্ছে একটি দুষ্ট চক্র। ওসব দোকান থেকে দৈনিক আদায় করা হচ্ছে চাঁদা। জনপ্রতিনিধি ও প্রশাসন সব দেখেও না দেখার ভান করে আছে।
পার্কিং দখল হয়ে যাওয়ায় গাড়ি নিয়ে বাজার করতে আসা লোকজন এখন সড়কেই গাড়ি রাখছেন। এতে বাজারের সামনের একমুখী সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

যানজট আর ভোগান্তির বহদ্দারহাটে ফ্লাইওভার ও গোছানো কাঁচাবাজারে ‘স্বস্তির’ পরিবেশ তৈরি হয়েছিল। তবে তা স্থায়ী হয়নি। সড়ক-ফুটপাত দখলে নিয়ে ভাসমান দোকান বসিয়ে ‘তোলাবাজি’ করছে একটি চক্র। এতে যানজট আর ভোগান্তিতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বহদ্দারহাট কাঁচাবাজারের প্রবেশমুখেই টাইলস করা পার্কিং স্পেস। বাজার করতে আসা নগরবাসীর গাড়ি রাখার জন্য পার্কিংটি নির্মাণ করে সিটি করপোরেশন। শুরুর দিকে সব ঠিক ছিল। সময় গড়ানোর সাথে সাথে ফুটপাতে ভাসমান দোকান বসানো ‘তোলাবাজ’ চক্রের নজর পড়ে এই পার্কিং। রাস্তা থেকে বাজারের দিকে পা ফেলতেই সামনে পড়ে চারটি ফলের দোকান। সুপরিসর পাকিংটির পশ্চিম পাশে বসানো হয়েছে আরও একসারি দোকান। শুধু দোকান দিয়ে থেমে থাকেনি চক্রটি। দোকানের সাথে মালামাল রাখার জন্য আলাদা জায়গারও ব্যবস্থা করে দিয়েছে। স্বাভাবিকভাবে রাস্তার পাশে এমন দোকান লোভনীয়। দৈনিক হিসেবে ‘তোলাবাজদের’ দুই দফায় টাকা দিয়ে এখানে ব্যবসা করছেন দোকানিরা।
টাকাগুলো কে নেন? নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন, ‘এগুলো পার্টির ছেলেরা বসিয়েছে। প্রথমে একটি-দুইটি বসিয়েছে। তারপর কোনো বাধা না আসায় এখন দুই তৃতীয়াংশ পার্কিং দখল করে দোকান বসিয়েছে।