স্টাফ রিপোর্টার, ভিক্টর বিশ্বাস চিতাঃ
নেত্রকোণার বারহাট্টায় ১০০ পিস নেশার ট্যাবলেটসহ (ট্যাপেনটাডল) দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার হরিয়াতলা গ্রামের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলা আলগা বালাম গ্রামের মৃত আ. খালেকের ছেলে তৌফিক মিয়া (৩০) ও নৈহাটি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে সজল মিয়া ওরফে মাসুম (৩০)।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।