মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃসাতক্ষীরা দেবহাটার ইছামতি নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের বোট মাঝির লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন শংকর কুমার সরদার (৬৫) নামের বাংলাদেশি জেলে। আজ ১৩ই জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে দেবহাটার শিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। শিবনগর গ্রামের মৃত গোষ্ঠ সরদারের ছেলে শংকর কুমার তার ছেলে মিঠুন সরদারকে নিয়ে অন্য দিনের মতো ইছামতি নদীতে ডিঙ্গি নৌকায় জাল দিয়ে জীবিকার সন্ধানে যান। তিনি বাংলাদেশ সীমানায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।এ সময় হঠাৎ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের একটি বোর্ড এসে বোর্ডের মাঝি শংকর কুমারকে এলোপাতাড়ি লাঠির বাড়ি মেরে চলে যায়। লাঠির আঘাতের ফলে শংকর কুমারের মাথা ফেটে প্রচুর রক্ত ক্ষরণ হয়। তার সাথে থাকা ছেলে মিঠুন সরদার কোন রকমে তার বাবাকে সেখান থেকে উদ্ধার করে ভেড়িতে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর অবস্থায় শংকর কুমারকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।তবে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির টাউনশ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার আনিছুর রহমান এ বিষয়ে জানান, তারা ঘটনাটি জানার পরপরই চিঠি দিয়ে ভারতীয় সীমান্তের কালুতলা বিএসএফকে প্রতিবাদ জানিয়েছেন এবং এ বিষয়ে পতাকা বৈঠকের মাধ্যমে আরো কঠিন ব্যবস্থা গ্রহন করা হবে বলে আনিছুর রহমান জানিয়েছেন।
বিএসএফের বোট মাঝির লাঠির আঘাতে গুরুতর আহত বাংলাদেশি জেলে
Related Posts
খুলনা স্বাধীন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুর রহমান সোহাগ এবং তার সদস্যদের নিয়ে খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন এ সময় শিশু শিল্পী সম্প্রীতি বিশ্বাস ফুল দিয়ে অভিনন্দন জানায়
নিজস্ব প্রতিবেদক: খুলনা স্বাধীন ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক সমাজ সেবা মূলক সংগঠন। মানুষের মৌলিক চাহিদা খাদ্য,বস্ত্র,চিকিৎসা,শিক্ষা সহ মোট ১০ টি লক্ষ্য নিয়ে কাজ করছে এ সংগঠন। সমাজের দূস্ত…
সৌখিন দৌড়বিদদের সংগঠন ‘টিম ধানমন্ডি’র ফ্রেন্ডশিপ রান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম বড় সৌখিন ও অপেশাদার দৌড়বিদদের সংগঠন টিম ধানমন্ডি ৭ ডিসেম্বর ২০২৪ “ধানমন্ডি ফ্রেন্ডশিপ টেন কে ২০২৪” শিরোনামে ফ্রেন্ডশিপ রান আয়োজন করে। রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ১০…