চিরন বিকাশ দেওয়ান,রাঙ্গামাটি প্রতিনিধিঃবিলাইছড়িতেসরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে “বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩” ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা স্টেডিয়াম দীঘল ছড়িতে বিকেলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।এ-সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা এবং বিদ্যালয়ের শিক্ষকগণ।চূড়ান্ত পর্বে খেলায় দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা বনাম ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল অংশগ্রহণ করলে দীঘলছড়ি সরকারী প্রাঃ বিদ্যালয়২-১ গোলে জয়লাভ করে।অন্যদিকে;দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বনাম ওড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল অংশগ্রহণ করলে ৩-০ গোলে ওড়াছড়ি বিদ্যালয় জয়লাভ করে।