চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি জেলা প্রতিনিধি:  বিলাইছড়িতে শিশু সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০ঃ৩০ মিনিটে পাংখোয়া পাড়া কমিউনিটি সেন্টারে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প পাংখোয়া পাড়া,বিডি ০৫১৩ -এর আয়োজনে,এনজিও সংস্থা আগাপে বাস্তবায়নে লাইথাত পাংখোয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন কান্তি তঞ্চঙ্গ্যা,হেডম্যান ১৩১ নং বল্লালছড়া মৌজা, চোয়ানলেই পাংখোয়া,মেম্বার ০৮ নং ওয়ার্ড, দীলিপ পাংখোয়া ও স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধি বৃন্দ। আগাপে এনজিও সংস্থার পক্ষ থেকে পাংখোয়া পাড়ার ৩২৪ জন গরিব অসহায় শিক্ষার্থীদের পড়া লেখার সার্বিক খরচ বহন সহ বিভিন্ন সময় সামাজিক উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করে থাকেন, তারই ধারাবাহিকতায় শিশু সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন- শিশুরা হচ্ছে আগামীর ভবিষ্যত, আজকের শিশুকে আগামী দিনের জন্য গড়ে তুলতে তাদের মনোবল এবং শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বিভিন্ন দূর্গম এলাকা গুলোতে ও আগাপে এনজিও এইরকম একটা মহৎ কাজের উদ্বেগ নেয়াতে তাদের প্রতি অন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এছাড়াও যে-কোন সামাজিক কাজে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসতে বাংলাদেশ পুলিশ সাচ্ছন্দ্যবোদ করে থাকেন। এই রকম মহতী উদ্যোগে সামনের দীনেও বিলাইছড়ি থানার সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন।