চিরন বিকাশ দেওয়ান,রাঙ্গামাটি প্রতিনিধিঃ
বিনিয়োগ অগ্রধিকার, কন্যা শিশুর অধিকার – এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ অক্টোবর) উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়- এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।
এবং আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন,উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, আলোচনা শেষে কেরনছড়ি নারী উন্নয়ন সংস্থা’র নিরদা বালার হাতে ৪০ হাজার টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া।