চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি জেলা প্রতিনিধিঃ

ব্রাক ও সেস্বাসেবী সংগঠন উম্মেষ এর যৌথ উদ্যোগ বিলাই ছড়ি দুর্গম ফারুয়া ইউনিয়নে আকস্মিক বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে নগদ অর্থ, প্রতি পরিবারকে ৫,৫০০/টাকা ব্রাক ও সেচ্ছাসেবী সংগঠন Unmesh (উন্মেষ) -একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, ক্ষতিগ্রস্ত কবলিত বন্যাত অসহায় মানুষের পাশে কিছুতা হলেও ঘুরে দাড়াবার সহযোগিতার হাত বাড়াতে এগিয়ে এসেছেন, এই বন্যায় আকম্মিক ক্ষতি গ্রস্তদের

আর্থিক সহযোগিতার নগদ অর্থ বিতরন কালে,
উপস্থিত ছিলেন বিলাই ছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তোম তনচংগ্যা,ও ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যা লাল তনচংগ্যা,সহ ক্ষতিগ্রস্ত এলাকার গন্যমান্য হেডম্যান কারবারী মেম্বার সহ বিভিন্ন শ্রেণী পেশার সামাজিক ব্যক্তিবর্গ, আর্থিক সহযোগিতা বিরতন শেষে বিলাই ছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তোম তনচংগ্যা ক্ষতিগ্রস্তদের সান্তনা দিয়ে তার সামান্যতম বক্তব্যে বলেন,যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ বা
ক্ষতি পুষিয়ে দেওয়া কারো পক্ষে আদৌ সম্ভব নয়,শুধু মাত্র আবারও নতুন করে ঘুরে দাড়ানোর প্রচেষ্টা করা,আপনাদের নতুন করে চাষাবাদে মনোনিবেশ স্মৃষ্টি করতে হবে,সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা গুলো তাদের সাধ্যমত আপনাদের পাশে এগিয়ে এসেছেন বলে কিছুটা হলেও ঘুরে দাড়াবার সহযোগিতা হবে,এই গুলো নিয়ে আবারও চাষাবাদে মনোনিবেশ স্মৃষ্টি করে মনযোগ দিয়ে চাষাবাদের কাজে লেগে যান, ফসল উৎপাদন করুন দেখবেন,,,আবার আগের মত দাড়াতে পারবেন।সর্বশেষ ব্র্যাক ও উম্মেষ নিয়োজিত সেস্বাসেবক প্রতিনিধির পক্ষে উম্মেষের উপদেষ্টা সমাজ সেবক স্নেহাশীষ চাকমা আশীষ চাকমা উপস্থিত এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন, সু শৃঙ্খলাতা বজায় রেখে নগদ অর্থ বিতরনে সহযোগিতা করার জন্য।