মোঃ আব্দুল খালেক মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বৃষ্টির পানিতে রাস্তার বেহাল দশা,দুর্ভোগ নিয়েই চলাচল করছে সাধারণ জনগণবৃষ্টি জনজীবনে স্বস্তি দিলেও কিছু জায়গায় তৈরি করে দুর্ভোগ। স্বস্তির বৃষ্টি উদাখালি ইউনিয়ন গ্রামের মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষার কারনে হাজার পরিবারের যাতায়াতে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ।

ভুক্তভোগীদের অভিযোগ, এসব গ্রামের বাসিন্দাদের গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা ও পার্শ্ববর্তী বাজারে যাতায়াত করার প্রধান রাস্তা বৃষ্টি শুরু হলে বর্ষাকালে হাঁটাচলার অনুপযোগী হয়ে ওঠে।তাছাড়া গ্রামীণ রাস্তাগুলোতে ভারী যানবাহন চলাচল করায় ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। আর এসব গর্তে বৃষ্টির পানি জমে ভাঙ্গনে পরিনত হয়ে পড়ে থাকতে দেখা যায়।