মোঃ আজগার আলী, জেলা প্রকিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরা দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা সোয়াব এনজিওর উদ্যোগে ২শ সুবিধা বঞ্চিত পরিবারকে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় গভীর নলকূপ বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার ২৫শে জুলাই সকাল ১১টায় উপজেলার পারুলিয়া বিশ্বাসপাড়া এলাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই নলকূপগুলো বিতরন করা হয়েছে। ঐ এনজিওটির মাধ্যমে ৪টি ধাপে ৫০জন করে আজ মঙ্গলবার অনুষ্ঠিত শেষ ধাপে মোট ২শ পরিবারকে এই নলকূপ বিতরন সম্পন্ন হয়েছে। নলকূপ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটার পারুলিয়া ইউপির ৪নং ইউপি সদস্য গোলাম ফারুক, ৩নং ইউপি সদস্য আবদুর রকিব ও সোয়াবের প্রোগ্রাম অফিসার মনিরুজ্জামান। অনুষ্ঠানে জানানো ঐ এনজিওটির মাধ্যমে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের কল্যাণেআরো বেশি মানবিক কাজ করা হবে।