নুর হোসেন,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে তিন বসতঘর। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও বেশ কিছু মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা গেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিনা গাজীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে আবদুস শুক্কুর, আনোয়ারা বেগম ও শওকত আলীর বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হযেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩ জনের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।