ইকরাম হোসাইন ,নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে একটি সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র শিব শংকর দাস। সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সব ধর্মের ও বর্ণের মানুষকে একসাথে মিলেমিশে চলতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করে নবীনগরকে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির একটি আদর্শ উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে। সমাবেশে উপজেলার সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা/কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইমাম, পুরোহিত ও শিক্ষকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। ইকরাম হোসাইন মোবাইল: +8801766600012 নবীনগর প্রতিনিধি, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
Related Posts
অভয়নগর উপজেলার গণধিকার পরিষদের যুব অধিকার পরিষদের কমিটি গঠন হয়।
বি এম শামসুর রহমান (জসিম),বিশেষ প্রতিনিধিঃ “বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার” আওতাধীন অভয়নগর উপজেলার কমিটির হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন যশোর জেলার ও অভয়নগর উপজেলার নেতা ও নেতৃবৃন্দ।যুব অধিকার…
চিতলমারী বিএনপি’র আনন্দ মিছিল
সবুজ শিকদার,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিরা আনন্দ মিছিল করেছেন।সোমবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদর বাজারে এ মিছিল হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের…