আল আমিন ইসলাম- ক্যাম্পাস প্রতিনিধি, রংপুর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২ আগস্ট রংপুরে আগমন উপলক্ষে রংপুর সরকারি কলেজ, রংপুর এর পক্ষ থেকে এক বিশাল আনন্দ মিছিল বের হয়।আজ ২৮ জুলাই দুপুরের পর মিছিলটি রংপুর সরকারি কলেজ গেট থেকে শুরু করে পুরা শহর প্রদক্ষিণ করে। এবং শেষ পর্যায়ে রংপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এসে আনন্দ মিছিলটি শেষ হয়।উক্ত আনন্দ মিছিলটিতে ছাত্রলীগ সহ অনেক সাধারণ শিক্ষার্থী উপস্থিতি ছিল।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২এ আগস্ট রংপুরে আগমন উপলক্ষে রংপুর সরকারি কলেজ পক্ষ থেকে আনন্দ র্যালি
Related Posts
কবি স্বপন সরকারের দুটি কবিতা
“”রঙচটা ক্যানভাস”” আয়নার মাঝে থাকে প্রতিচ্ছবি সত্বার অন্তরালে আনমনে ভাবি, স্বপ্ন মোহিনী উদাসীন আজ মন স্বপ্নগুলোকে পারে না রাঙাতে রঙ্গিন। বিবর্ণ মনের মলিন দৃষ্টিতে অশ্রুতে ভিজে যায় দু’নয়ন, নীরব নিস্তব্ধতার…
কবিতা- মন ভাঙ্গা মানুষ খুঁজি
কলমে- দেব মন্ডল আমার মতো এক মন ভাঙ্গা মানুষ আমি খুঁজি, আমার মতো যে ভালোবেসে হারিয়েছে জীবনের সবই। নিজের মতো গড়বো আমি , ফুটাবো তাহার হাসি, যদি হয় সে সত্যিকারের…