ভিক্টর বিশ্বাস চিতা,স্টাফ রিপোর্টারঃ
মানবতার ফেরিওয়ালা সৌরভ শেখ চিতলমারীর উপজেলার সুযোগ্য ভাইস চেয়ারম্যানের হাতে সম্মাননা স্বারক তুলে দিলেন।বাগেরহাটের চিতলমারী থানাধীন হিজলা মাঠপাড়া গ্রামেের শেখ ফরিদ আহম্মেদের(৫৫) সুযোগ্য কৃতি সন্তান মোঃ সৌরভ শেখ(২৮)।তিনি ২০২১ইং সালের ১৫ই অক্টোবর অ্যালেক্স মানব কল্যাণ যুব সংঘ নামে একটি অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতা করেন। যেটি সম্পুর্ন নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়ে থাকে। তার প্রতিষ্ঠিত এই মানবিক সংগঠন থেকে কর্মসংস্থান গড়ে দেওয়া থেকে শুরু করে নানান সামাজিক কাজ করে থাকেন তাদের সামর্থ্য মতো এবং সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাড়ান। তারই ধারাবাহিকতায় সেবার মান আরও বাড়াতে ২০২২ইং সালে অ্যালেক্স ব্লাড ব্যাংক নামে একটি অংঙ্গ সংগঠন প্রতিষ্ঠাতা করেন। যানা যায় যে দুটি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি নিজেই এবং সভাপতির দায়িত্বও তিনি নিজে পালন করেন। তাদের এই মহৎ কাজ ও সেবার মান আরও গতিশীল করতে তিনি বিভিন্ন রকম পরিকল্পনা হাতে নিয়েছেন তারই ধারাবাহিকতায়,অ্যালেক্স মানব কল্যাণ ও অ্যালেক্স ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে তার নিজ চিতলমারী উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব এস এম মাহাতাবুজ্জান মাহাতাব(৪০) ভাইয়ের হাতে সংগঠনের সন্মাননা স্বারক তুলে দেন।এ সময় উক্ত সংগঠনের মোঃআখতারুজ্জান(৩০) সাংগঠনিক সম্পাদক ,বাবু গোবিন্দ রায় (৩০)কোষাধক্ষ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মানবতার ফেরিওয়ালা মোঃসৌরভ শেখ (২৮)সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি আরও জানায় যে,এই সংগঠন অল্পদিনে দেশ জুড়ে সাড়া ফেলেছে এবং মানুষের ভালবাসা অর্জন করেছেন।এই সংগঠন এর প্রতিটি সদস্য এক একজন মানবিক ফেরিওয়ালা এবং মানবিক যোদ্ধা।আমাদের সংগঠন এখন পযন্ত ৩৩৭ জন লোককে রক্ত দিতে সক্ষম হয়েছে।তিনি আরও যানান যে দেশের প্রতিটি উপজেলায় বা জেলাতে আমাদের সংগঠনের নাম জানবে সবাই।মোঃসৌরভ শেখের এই মানবিক কাজের জন্য চিতলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান তাকে ধন্যবাদ জানায়,এবং তাদের পাশে থাকবেন।
আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। কিন্তু আমাদের পত্রিকায় অনেক বানান ভুল হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
জ্বি ধন্যবাদ