মোহনা আক্তার বিভা

মা মানে মায়া
মা মানেই মমতা
মা মানেই ছায়া
মা-ই আমার ক্ষমতা
মায়ের কাছেই স্নেহ
মায়ের কাছেই চির শান্তি
মা-ই হলো আশা
মা আমার নিঃস্বার্থ ভালবাসা
আর মা-ই হলো আমার,
বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন।