নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ১১৭ জন দরিদ্র ও অসহায় গর্ভবতী মায়েদের মাঝে মাতৃত্বকালীন ভাতা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার এ ভাতা বিতরণ করেন।

এসময় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজি, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীন অপু, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেন, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মালুম, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মইন উদ্দিন, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান প্রমুখ।

চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার বলেন, এ ইউনিয়ন পরিষদে মাতৃত্বকালীন ভাতা ছাড়াও সরকারের চলমান কর্মসূচীর আওতায় ৬ হাজারের অধিক মানুষ বিভিন্ন ভাতা পেয়ে থাকে বলে জানান তিনি।