নুর হোসেন,চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজামপুর কলেজ শাখার ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিনের উপর হামলার অভিযোগ উঠেছে ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের বিরুদ্ধে। আহত নাজিম উদ্দিন বারইয়ারহাট পৌরসভার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তার শরীরে উপর্যুপরি হামলার করনে প্রচুর রক্তক্ষরন হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।

জানাগেছে, বুধবার রাত ১০ টায় ইছাখালী ইউনিয়নের ঝুলনপোল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন বাদশার নেতৃত্বে নাজিম উদ্দিনের উপর হামলা হয় । নাজিম উদ্দিনের উপর উপর্যুপরি হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে নাজিম উদ্দিনের শারিরীক অবস্থা গুরুতর। চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান , বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানান, পরিকল্পিত ভাবে নাজিম উদ্দিনের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান তিনি। অন্যথায় আইনের শাসন বাস্তবায়ন হলে প্রশাসনকে জনগণের কাঠগড়ায় জবাবদিহি করতে হবে একদিন।
মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক জানান, ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন বাদশার নেতৃত্বে হামলা চালিয়ে নাজিম উদ্দিন কে গুরুতর আহত করা হয়েছে। সন্ত্রাসীরা তার মোবাইল, মানিব্যাগ নিয়ে গেছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।