মোহাম্মদ রুস্তম আলী,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

চান্দপুর গালিম খার বাগ, মানিকখালী কটিয়াদী, কিশোরগঞ্জ , মোহাম্মদ নূরুল ইসলাম তুতু কবিরাজ স্মৃতি সংসদ এর পক্ষ থেকে অসহায় ব্যাক্তিকে একটি ছাগল অনুদান প্রদান করেন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে।
মোহাম্মদ নূরুল ইসলাম (তুতু) কবিরাজ স্মৃতি সংসদ এর সন্মানিত উপদেষ্টা ও সকল সদস্যবৃন্দ পক্ষ থেকে মোঃ দুলু মিয়া প্রস্তাবের একটি ছাগল উপহার হিসেবে দেওয়া হয়েছে। সংগঠনের সন্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ মোতাহার হোসেন লিংকন সাহেবের ব্যক্তিগত কিছু অনুদান ও উপ- নারী ও শিশু বিষয়ক সম্পাদক জনাব মোঃ দুলু মিয়া সাহেবের ব্যক্তিগত কিছু অনুদান এবং মোহাম্মদ নূরুল ইসলাম তুতু কবিরাজ স্মৃতি সংসদ এর সকল উপদেষ্টা ও সদস্যদের সহযোগিতায় অসহায় পরিবারের হাতে অত্র সংসদের সন্মানিত অর্থ সম্পাদক কাজী মোঃ জাহিদুর হক সেলিম সাহেব হস্তান্তর করে , এই সেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে।


মোহাম্মদ নূরুল ইসলাম তুতু কবিরাজ স্মৃতি সংসদের সহ সভাপতি জনাব মোঃ মিনহাছ খাঁন (রিশাদ) সাহেব বলেন
ভাবনা থেকে হোক, ভালো কাজের শুরু আমাদের সংগঠনের পক্ষ থেকে এক অসহায় পরিবার কে একটি ছাগল উপহার হিসেবে দিতে পেরে আমরা খুব আনন্দিত, মহান আল্লাহ যেন এই ক্ষুদ্র জিনিসের উসিলায় তার পরিবারে কিছুটা হলেও স্বচ্ছলতা এনে দেয় উপহার টি পরিবারের হাতে তুলে দেয়। এই স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য সকলের কাছে আবারো দোয়া প্রত্যাশি।