আল আমিন ইসলাম – রংপুর জেলা প্রতিনিধিঃ

আজ ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বাণিজ্যমন্ত্রী টিপু মন্ত্রীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় সভায়।উক্ত সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি তার রংপুর ৪ আসনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং পাশাপাশি রংপুরের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যের মধ্যে বিরোধী দলীয় সমালোচনা এবং প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রশংসা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ বক্তব্যে বলেন যে, রংপুর আমার এক অন্যতম প্রিয় ঠিকানা। আমি এই এলাকার পুত্রবধূ পীরগঞ্জ উপজেলার। তিনি রংপুর বিভাগের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে, আওয়ামীলীগকে আবারো জয়যুক্ত করে বাঙালি জাতির উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।