আল আমিন ইসলাম – ক্যাম্পাস প্রতিনিধি, রংপুর: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনার আয়োজন করে রংপুর মহানগর শাখা।এ সময় মহানগর সভাপতি এবং উত্তরবঙ্গের অক্সফোর্ড নামে খ্যাত কারমাইকেল কলেজ রংপুরের সভাপতি বললেন, শুধু এ প্লাস বা জিপিএ-৫ পেলেই হবে না। নিজেকে সৎ, যোগ্য, দক্ষ এবং আদর্শ দেশপ্রেমিক হিসেবে তৈরি করতে হবে।মহানগর সভাপতি আরো বলেন, আমাদের ভিতরে থাকতে হবে আল্লাহর ভয় এবং ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে হবে।