চিরন বিকাশ দেওয়ান,রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক আজ বৃহস্পতিবার (২৫এপ্রিল) রাঙ্গামাটি জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উ শৈ সিং এমপির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়য়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।সভায় আরো উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মোঃ মঈন উদ্দিন এমপি, যশোর- ১ আসনের সংসদ সদস্য আফিল উদ্দিন এমপি, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ এমপি।এছাড়াও উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা( সিনিয়র সচিব), তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রাথমিক ও গণশিক্ষার মহাপরিচালক জনাব শাহ রেজওয়ান হায়াত(অতিরিক্ত সচিব), পার্বত্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আমিনুল ইসলাম( অতিরিক্ত সচিব), পার্বত্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির সচিব অমলেন্দু সিংহ(যুগ্ন সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুন-অর_রশিদ(যুগ্ন সচিব), তিন পার্বত্য জেলা পরিষদের সিইও বৃন্দ, আঞ্চলিক পরিষেদের প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরে দায়িত্বরত উপ-সচিববৃন্দ এবং সংসদের অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত।