চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি প্রতিনিধি: 

গত দুই দিন টানা বর্ষণের কারণে রাঙ্গামাটিতে পাহাড়ধসের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।ফলে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসন।টানা বর্ষণের কারণে এ নির্দেশনা জারি করেন জেলা প্রশাসন মো মোশারফ হোসেন খান।রাঙামাটি তথ্য অফিস শহর জুরে মাইকিং করা হচ্ছে, সরেজমিনে জেলা প্রশাসক সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা পরিদর্শন করেছেন,রাঙামাটিতে ১৯টি আশ্রন কেন্দ্র খোলা রাখা হয়েছে বলে জানান,প্রবল বর্ষনের ফলে পাহাড় ধষের সম্ভাবনা বশি ঝুঁকি পূর্ন এলাকা থেকে নিরাপদ স্থান অথবা আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।