নিজস্ব প্রতিবেদকঃ
কাপ্তাই হ্রদে দ্রুত সময়ের মধ্যে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করতে ৯৭৭ কোটি টাকার ডিপিপি পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হয়ে গেলে ড্রেজিং কার্যক্রম দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।রবিবার (১২ মে) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক আরো বলেন, কাপ্তাই হ্রদের কাট্টলী বিলে মাছের পোনা অবমুক্ত করলে মাছের পোনা কেউ ধরতে পারবে না। এই জন্য বিএফডিসিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং মাছ ধরা বন্ধকালীন সময়ে যাতে কেউ পোনা মাছ শিকার কারতে না পারে সেই জন্য কাপ্তাই হ্রদে নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।আইন-শৃঙ্খলা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা সিভিল সার্জন ডা: নুয়েন খীসা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো: কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।আইন-শৃঙ্খলা সভায় রাঙ্গামাটিতে খেলাধুলার মান্নোয়নের উপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, খেলাধুলার মানোন্নয়নে লক্ষ্যে এখানে বিকেএসপি’র শাখা প্রতিষ্ঠা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ৪০ একর জায়গা সন্ধান করার জন্য। জায়গার সন্ধান পেলে রাঙ্গামটিতে কার্যক্রম শুরু করা হবে।এছাড়া আইন-শৃঙ্খলা সভায় কাপ্তাই হ্রদ সমস্যা ও সম্ভাবনা, পাহাড় কাটা ও গাছ পোড়ানো বন্ধ, মাদকমুক্ত শহর গড়ে তোলাসহ জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন আলোচনা করা হয়।