চিরন বিকাশ দেওয়ান,রাঙামাটি প্রতিনিধিঃরাঙ্গামাটি পর্যটন শহরকে দুষণমুক্ত ও সৌন্দর্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, এ পৌরশহর আমাদের সকলেরই। পৌরসভার সৌন্দর্য রক্ষার দায়িত্ব আমাদের সবার। কাজেই এই পৌর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্য ধরে রাখতে হলে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্ধারিত ডাষ্টবিনে ময়লা জন্য অনুরোধ করেন।বুধবার (২৬ জুলাই) বেলা ১২টায় স্থানীয় সরকার বিভাগের তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গনে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এইসব কথা বলেন।রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শহরে ডাস্টবিণ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, পৌরসভা প্যানেল মেয়র মো: হেলাল উদ্দিন, বনরুপা ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আবু ছৈয়দ, রাঙ্গামাটি রেস্তোরা মালিক সমিতির সাধারন সম্পাদক এম নেকবর আলীসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিনত করতে শহরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন ক্ষুদে ব্যবসায়ী, বোট চালক, রেস্তোরা মালিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে একযোগে ৭ হাজার ডাস্টবিন বিতরণ করা হচ্ছে। এইসব ডাস্টবিন সঠিক স্থানে রাখবেন এবং ডাস্টবিন ব্যবহারে সবাইকে সচেতন করবেন। তা হলে পর্যটন এই রাঙ্গামাটি শহর সৌন্দর্য্যে পরিণত হবে।উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে একই সাথে শহরের ৯টি বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে পচনশীল এবং অপচনশীল ময়লা ফেলার জন্য ৭ হাজার ডাস্টবিন বিতরণ করা হয়।
রাঙ্গামাটি পর্যটন শহরকে দুষণমুক্ত ও সৌন্দর্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে—-দীপংকর তালুকদার এমপি
Related Posts
শোক সংবাদঃ
আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, জাতীয় মানব সেবা সংস্থার কেন্দ্রীয় উপদেষ্টা ও জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা এবং বর্তমান কেন্দ্রীয় সভাপতি প্রবীন সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন স্যার একটু আগে মুগদা…
স্বাধীন গণমাধ্যমের অন্তরায় কালা কানুন বাতিল করতে হবে-মুহাম্মদ আতা উল্লাহ খান
তন্ময় কুমার তনু, স্টাফ রিপোর্টার: সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের অন্তরায় যাবতীয় কালা কানুন বাতিল করার আহবান জানিয়েছেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, নজরুল গবেষক রাষ্ট্রচিন্তক,…