উচ্চপ্রু মারমা সবুজ, রাজস্হলী রাঙ্গামাটি প্রতিনিধিঃ

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে রাঙামাটির রাজস্থলীতে বে সরকারি এনজিও সংস্থা কারিতাসের উদ্যোগে যথাযথ গুরুত্বসহকারে বিশ্ব খাদ্য দিবস- ২০২৩ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় পানি জীবন পানিই খাদ্য কেউ থাকবে না পিছিয়ে ।

সোমবার সকাল ১০ টায় এক বণার্ঢ্য র‍্যালী উপজেলা চত্বর ঘুরে পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে কারিতাস মাঠ সহায়ক রবিউল ইসলামের উপস্থাপনায় রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মাহবুব এলাহী এর সভাপতিত্বে এসময় প্রধান অথিতি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা , বিশেষ অতিথি ছিলেন, গাইন্দ্যা ইউপি চেয়াম্যান পুচিংমং মারমা থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, সাংবাদিক আজগর আলী খান, প্রমুখ।অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস মাঠ প্রকল্প কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা।
সভায় বক্তারা বলেন, খাদ্য স্বয়ংস্পূর্ণতা অর্জনের পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে নজর দেওয়ার দরকার। এ সময় অন্যান্যর মধ্যে সরকারি কর্মকর্তা, কর্মচারী সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জন প্রতিনিধি কৃষক কৃষাণীগণ উপস্থিত ছিলেন।