উচ্চপ্রু মারমা সবুজ,রাজস্হলী রাঙ্গামাটিঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ‌‘স্মাট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধর বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে যুব দিবস পালিত হয়েছে। বুধবার( ১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা টি উপজেলার উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ওসি জাকির হোসেন, নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা টিটু চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আবুল খায়ের ভূঁইয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, প্রাণী সম্পদ কর্মকর্তা সহকারী চিরণজীৎ চাকমা,
প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশকে যদি উন্নত করতে হয় তাহলে আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে দেশ ও জাতীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যুবরাই পারে সমাজ থেকে সকল খারাপ কাজকে বিতাড়িত করতে। তাই যুব সমাজকে দেশের জন্য কাজ করতে আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে তিন জন যুবদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।