উচ্চপ্রু মারমা, রাজস্হলী রাঙ্গামাটি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা সদরে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সহ সর্বস্থরের লোকজন পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, ওসি জাকির হোসেন,কৃষি কর্মকর্তা আবুল খায়ের ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল ছাত্তারসহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।