এ এম রিয়াজ কামাল হিরণ,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শোক প্রকাশ করে স্ট্যাটাস দিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা পদত্যাগ করেছেন।
গতকাল সোমবার (২১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পোস্ট করে পদত্যাগের এ ঘোষণা দেন। এতে তারা ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করার কথা উল্লেখ করেছেন।
তারা হলেন উপজেলা বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইমন।
জানা যায়, গত ১৪ আগস্ট রাতে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ জানিয়ে ও তার ওয়াজের প্রশংসা করে ফেইসবুকে পোস্ট দেন ওই দুই নেতা। তবে দু’জনই পরবর্তীতে তাদের ফেইসবুক আইডি থেকে সাঈদীকে নিয়ে দেয়া পোস্ট সরিয়ে নেন।