এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম দক্ষিণ ল জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট সরকারি হাসপাতাল। একসময় এ হাসপাতাল এদঞ্চলের সর্বস্তরের জনসাধারণের চিকিৎসার আস্থার কেন্দ্র বিন্দু ছিল। অনেক দূরদূরান্ত থেকে এখানে চিকিৎসা সেবা নিতে আসতো। স্বনামধন্য চিকিৎসকগণ এখানে অত্যন্ত সুনামের সাথে পেশাগত জীবন কাটিয়ে গেছেন। মানুষের আস্থা এবং সম্মান- স্নেহ সবই কমতি ছিলনা। তখন কিন্তু এত সুন্দর বিল্ডিংও ছিল না, ছিল সুন্দর সেবা ও আন্তরিকতা। দেশে চিকিৎসা জগতের উন্নতি হলেও এখানে দিনদিন মান কমছে। এনিয়ে এলাকাবাসীর ক্ষোভ দিনদিন বাড়ছে বিশেষ করে যুবক শ্রেণী যারা সমাজসেবায় নিবেদিত তাদের সাথে প্রতিনিয়ত এ নিয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা কাটাকাটি হচ্ছে। অভিযোগ উঠেছে বর্তমানে সেনেরহাট হাসপাতালে অনিয়মের ছড়াছড়ি, সরকারি কোন ডাক্তার নেই, যে আছে ওনার চাকরি অনেক আগে শেষ। এলাকাবাসীরর প্রশ্ন বর্তমান ডাক্তার কই? এবং কিসের ভিত্তিতে আছে? ১০০টাকার বিনিময়ে রোগী দেখা কেন? এইসব বিষয়ে কারো কোন মাথা ব্যাথা নেই।
হাসপাতালের সাথে নোংরা পরিবেশ। দেখার কি কেউ নেই? যেখানে মানুষ সেবার জন্য যায় সেখানে গিয়ে নাজেহাল হয়ে ফেরত আসে। এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীগণকে এগিয়ে আসার অনুরোধ এবং যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নিবেন।