এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি:দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সম্পাদক ও লোহাগাড়া উপজেলার ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গাজী আমজাদ হোসাইন ও তার টিম। গাজী আমজাদের নেতৃত্বে ১১ আগষ্ট লোহাগাড়া বন্যার্তদের মাঝে প্রায় ১২০ টি পরিবারের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। এলাকার পরিদর্শন করে দেখা যায় লোহাগাড়ায় এখনো অনেক এলাকা আছে যেখানে তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছেনি। গাজী আমজাদ জানান যারা এখনো ত্রাণ সামগ্রী পাইনি তাদের হাতে ত্রাণ পৌঁছে দেয়ার চেষ্টা করছে। যারা সামনে ত্রাণ সামগ্রী দিবেন দয়াকরে যেসব এলাকায় এখনো ত্রাণ পৌঁছেনি খোঁজখবর নিয়ে ঐসব এলাকায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করার অনুরোধ থাকবে। এইভাবেই সকলকে এগিয়ে আসার আহবান থাকবে।